কুষ্টিয়ায় জীবানুনাশক টানেল স্থাপন
ওয়াহিদুজ্জামান অর্ক,কুষ্টিয়া থেকে
কুষ্টিয়া এন এস রোড’র কেন্দ্রীয় সমবায় মার্কেটের সামনে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন’র ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে জীবানুনাশক টানেল নির্মাণ করা হয়েছে।
গত সোমবার দুপুর ১ টার দিকে ২১ পদাতিক ব্রিগেড’র ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রিয়াজুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ও কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত থেকে এ টানেল উদ্বোধন করেন।
কেন্দ্রীয় সমবায় মার্কেটের সামনে টানেলের মধ্য দিয়ে পথচারী ও অন্যটির মধ্য দিয়ে যানবাহন চলাচল করবে। টানেলের মধ্য দিয়ে যাবার সময়ে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক ডিটারজেন্ট স্প্রে হয়ে জীবাণুমুক্ত করবে।